এক সপ্তাহের ব্যবধানে আবার চাঁদনি চকে আগুন। —ফাইল ছবি।
এক সপ্তাহের মধ্যে চাঁদনি চকে আবার আগুন। রবিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কলকাতার চাঁদনি চক মার্কেট এলাকায়। ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন পৌঁছেছে। দমকল জানিয়েছে, ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এলাকায়। আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে দমকল বাহিনী। ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল সূত্রে খবর, চাঁদনি চক মার্কেট সংলগ্ন একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। ওই ভবনটিতে বৈদ্যুতিন সংরঞ্জামের একটি গুদাম রয়েছে। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
গত শুক্রবার সন্ধ্যায় চাঁদনি চকের এলআইসি বিল্ডিংয়ে আগুন লাগে। এসি থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন দমকলের চারটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার আট দিন পরে আবার আগুন লাগার ঘটনা ঘটল চাঁদনিতে।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)