Fire

Charred to Death: নেতাজিনগরের বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু ৭২ বছরের বৃদ্ধার

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে ওই বাড়িতে। আগুন দেখামাত্রই তাঁরা দমকলে খবর দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৪:০৯
Share:

প্রতীকী ছবি।

শহরের নেতাজিনগরের বিদ্যাসাগর কলোনির একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম বকুল অধিকারী(৭২)।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে ওই বাড়িতে। আগুন দেখামাত্রই স্থানীয়রা দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী ভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ‘দুয়ারে কাউন্সিলর’ প্রকল্পের কাজ করছিলাম। হঠাৎ শুনতে পাই, ‘আগুন, আগুন’ বলে চিৎকার। আমাদের ছেলেদের বললাম জল ঢালতে। পুলিশ এবং দমকলকে ফোন করা হয়।” তিনি আরও জানান, পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে মহিলার দগ্ধ দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, মহিলা বাড়িতে একাই ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement