রক্ষা: নেভানো হচ্ছে আবর্জনার স্তূপের আগুন। বুধবার, কেষ্টপুর মোড়ের কাছে। নিজস্ব চিত্র
আচমকা উড়ালপুলের নীচে আগুনের শিখা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ধোঁয়ায় ভরে যায় চার দিক। দ্রুত ছুটে আসেন পথচলতি মানুষ, স্থানীয় বাসিন্দা ও সিভিক ভলান্টিয়ারেরা। জল দিয়ে নেভানো হয় আগুন।
বুধবার বেলা সওয়া ১২টা নাগাদ ঘটনাটি ঘটে কেষ্টপুর মোড়ের কাছে উড়ালপুলের নীচে। স্থানীয় বাসিন্দারা জানান, এক ভবঘুরে উড়ালপুলের নীচে অনেক আবর্জনা জড়ো করে বসে ছিলেন। আচমকা তিনিই ওই আবর্জনায় আগুন লাগিয়ে দেন। আতঙ্কে ছুটে পালান আশপাশের লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উড়ালপুলের নীচের বুলেভার্ডের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ধোঁয়া বাড়তেই থাকে। এর পরে রাস্তা ধোয়ার গাড়ি এনে পাইপে করে জল দিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তত ক্ষণে প্রায় এক ঘণ্টা পেরিয়ে গিয়েছে। তবে দমকলকে কেন খবর দেওয়া হল না, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। যাঁরা আগুন নেভাচ্ছিলেন, তাঁদের বক্তব্য, আগুন নিয়ন্ত্রণে এসে যাওয়াতেই দমকল ডাকা হয়নি।
স্থানীয় লোকজনের মতে, বড়সড় অঘটনের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে অনেকেরই প্রশ্ন, জনবহুল কেষ্টপুর মোড়ের কাছে ওই উড়ালপুলের নীচে এক ভবঘুরে বসে বসে আবর্জনা জড়ো করলেন এবং তাতে আগুন লাগালেন, অথচ কারও নজরে পড়ল না?
পুলিশের একাংশের বক্তব্য, কেষ্টপুর মোড়ে গাড়ির চাপ খুব বেশি থাকে। ফলে সিভিক ভলান্টিয়ারেরা সেখানে ব্যস্ত ছিলেন। তবে ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গেই তাঁরা সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান।