কারখানায় আগুন

সালকিয়ায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ ব্রিজ অ্যান্ড রুফ কারখানায় আগুন লাগল। দমকল সূত্রে খবর, সোমবার বিকেলে কারখানার ভিতরে একটি জলের ট্যাঙ্কে ঝালাইয়ের কাজ চলার সময়ে নীচে পড়ে থাকা জুট, ফার্নিশিং তেল ও প্লাস্টিকের জিনিসপত্রে আগুন লেগে যায়। তা দ্রুত ছড়িয়ে পড়ায় গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:০৩
Share:

ছবি: সুদীপ্ত ভৌমিক।

সালকিয়ায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ ব্রিজ অ্যান্ড রুফ কারখানায় আগুন লাগল।
দমকল সূত্রে খবর, সোমবার বিকেলে কারখানার ভিতরে একটি জলের ট্যাঙ্কে ঝালাইয়ের কাজ চলার সময়ে নীচে পড়ে থাকা জুট, ফার্নিশিং তেল ও প্লাস্টিকের জিনিসপত্রে আগুন লেগে যায়। তা দ্রুত ছড়িয়ে পড়ায় গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়া দেখা গিয়েছিল কলকাতার দিক থেকেও।
কারখানাটি ঘন বসতিপূর্ণ এলাকায় হওয়ায় স্থানীয় লোকজনও আতঙ্কিত হয়ে পড়েন। দমকলের দু’টি ইঞ্জিন এসে আধ ঘণ্টায় আগুন নেভায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement