— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কলকাতার এক হোটেলে আগুন। শেক্সপিয়ার সরণিতে রয়েছে সেই হোটেল এবং রেস্তরাঁ। চার দিকে ছেয়ে যায় ধোঁয়া। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ কলকাতার ওই অভিজাত হোটেলে আগুন লাগে। দমকল সূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিক কারণে আগুন লেগেছে। হোটেলে তখন উপস্থিতি ছিলেন অতিথিরা। দ্রুত তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় তিনটি ইঞ্জিন। আপাতত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত বছর মার্চে রাসবিহারী মোড়ের কাছে একটি রেস্তরাঁয় আগুন লেগেছিল। ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলে পাঁচটি ইঞ্জিন। দমকল সূত্রে জানা গিয়েছিল, সিলিন্ডার ফেটে বিস্ফোরণের কারণেই আগুন লেগেছিল। সকলকেই নিরাপদে বার করে আনা হয়। এ বার আগুন লাগল কলকাতার এক হোটেল।