Calcutta Medical College Hospital

কলকাতা মেডিক্যাল কলেজে আগুন, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন, পৌঁছলেন নগরপাল

কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারী জানিয়েছেন, হাসপাতালের ল্যাবে আগুন লেগেছে। সেখানে কেউ ছিলেন না। তাই রোগীদের সরাতে হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৮:০০
Share:

আগুন লাগার কারণে মেডিক্যাল কলেজের এই অংশে অন্ধকার করে দেওয়া হয়েছে। — নিজস্ব চিত্র।

কলকাতা মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে আগুন। চার তলায় আর্ট সেন্টারে হেমাটোলজির গবেষণাগারে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। গবেষণাগারে যে হেতু কোনও রোগী নেই, তাই আগুন লাগার পর কাউকে সরাতে হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অতিরিক্ত পুলিশ কমিশনার (২) শুভঙ্কর সিংহ। খতিয়ে দেখছেন পরিস্থিতি।

Advertisement

কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারী জানিয়েছেন, হাসপাতালের ল্যাবে আগুন লেগেছে। সেখানে কেউ ছিলেন না। তাই রোগীদের সরাতে হয়নি। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দমকল সূত্রে খবর, শেষ মুহূর্তের কাজ চলছে।

কী ভাবে আগুন লেগেছে, সেই কারণ খতিয়ে দেখছে দমকল। মনে করা হচ্ছে, সেখানে যে হেতু গবেষণাগারে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে, তাই সেগুলির কোনও একটি থেকেই আগুন লেগেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement