ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। চারতলার রসায়নের গবেষণাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া ও কর্মীদের মধ্যে। তবে আগুন লাগার সময় ওই গবেষণাগারের ভিতরে কেউ ছিলেন না বলে জানিয়েছেন সংস্থার কর্মীরা। গবেষণাগারের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। মনে করা হচ্ছে গবেষণারের ভেতরে থাাকা কোনও সিলিন্ডার ফাটায় এই শব্দ।
গবেষণাগার থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। নিজস্ব চিত্র
দুপুর পৌনে বারোটা নাগাদ আগুন লাগল ইন্ডিয়ান ইন্সস্টিটিইট অব কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-এর রসায়নের গবেষণাগারে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১৩ টি ইঞ্জিন আগুন নেভানোর জন্য আসে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সংস্থার কর্মীরা জানিয়েছেন দুপুর পৌনে বারোটা নাগাদ আইআইসিবি গবেষণাগার থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। চারতলার রসায়নের গবেষণাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া ও কর্মীদের মধ্যে। তবে আগুন লাগার সময় ওই গবেষণাগারের ভিতরে কেউ ছিলেন না বলে জানিয়েছে সংস্থার কর্মীরা। গবেষণাগারের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। মনে করা হচ্ছে গবেষণারের ভেতরে থাাকা কোনও সিলিন্ডার ফাটায় এই শব্দ।
আগুন লাগার পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে যান যাদবপুর থানার ওসি এবং স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস।