ধৃত ভুয়ো পরীক্ষার্থী

এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল বিহারের এক বাসিন্দা। গ্রেফতার হয়েছে আসল পরীক্ষার্থীও। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাঁচ নম্বর সেক্টরে। পুলিশ জানায়, ধৃতদের নাম মিথিলেশকুমার যাদব এবং সুরজ সিংহ। বুধবার তাঁদের বিধাননগর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:১০
Share:

এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল বিহারের এক বাসিন্দা। গ্রেফতার হয়েছে আসল পরীক্ষার্থীও। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাঁচ নম্বর সেক্টরে। পুলিশ জানায়, ধৃতদের নাম মিথিলেশকুমার যাদব এবং সুরজ সিংহ। বুধবার তাঁদের বিধাননগর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারে বিএসএফ-এ নিয়োগের পরীক্ষায় যাঁরা পাশ করেছিল, তাঁদের ডাক্তারি পরীক্ষা হয়েছিল। তার মধ্যে কয়েকজনের ফের পরীক্ষা নেওয়া হয় পাঁচ নম্বর সেক্টরের বিএসএফ সদর দফতরে। গত কয়েকদিন ধরেই পরীক্ষা চলছিল। মঙ্গলবার পরীক্ষা ছিল মিথিলেশের। কিন্তু তাঁর নথি এবং ছবি দেখে সন্দেহ হয় পরিদর্শকদের। দেখা যায় ছবির সঙ্গে পরীক্ষা দিতে আসা মিথিলেশের মুখ মিলছে না। জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় মিথিলেশের নামে পরীক্ষা দিতে এসেছে তাঁর বন্ধু সুরজ। পুলিশ জানায়, ওই সময়ে আসল পরীক্ষার্থী মিথিলেশ ঘোরাফেরা করছিল বিএসএফ কম্পাউডের বাইরে। সময় পেরিয়ে গেলেও বন্ধু বিএসএফ-এর দফতর থেকে বেরোচ্ছে না দেখে তিনি খোঁজ নিতে যান। তখন ধরা হয় তাঁকেও। ধৃতদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement