Gangasagar

গঙ্গাসাগর মেলার জন্য অতিরিক্ত বাস-ট্রেন

রাজ্য পরিবহণ নিগমের ৭৭০টি বাসের পাশাপাশি মেলার সময়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম অতিরিক্ত প্রায় ৯০০টি বাস চালাবে। আগামী শনিবার থেকে ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়ানো হবে। পরিষেবা চালু থাকছে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৩:২৯
Share:

গঙ্গাসাগর মেলা। ফাইল চিত্র

গঙ্গাসাগর মেলার সময়ে তীর্থযাত্রীদের সুবিধার জন্য ১৬০০ অতিরিক্ত বাস চালাবে রাজ্য সরকার। এ ছাড়াও, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন অতিরিক্ত ট্রেন চালাবে।

Advertisement

রাজ্য পরিবহণ নিগমের ৭৭০টি বাসের পাশাপাশি মেলার সময়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম অতিরিক্ত প্রায় ৯০০টি বাস চালাবে। আগামী শনিবার থেকে ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়ানো হবে। পরিষেবা চালু থাকছে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গঙ্গাসাগর মেলা উপলক্ষে এই বিশেষ বাস পরিষেবা চালু থাকবে। রাজ্য পরিবহণ নিগমের বাস বাবুঘাট থেকে লট ৮ পর্যন্ত যাতায়াত করবে। এ ছাড়াও হাওড়া, ধর্মতলা এবং বাবুঘাট থেকে প্রতিদিন গড়ে ১৬০টি করে অতিরিক্ত বাস চালাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয়

পরিবহণ নিগম।

Advertisement

মেলা উপলক্ষে আগামী ১২-১৭ জানুয়ারির মধ্যে সারাদিন নিয়মিত ট্রেন ছাড়াও রোজ ১১টি করে অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। এ ছাড়াও ৪টি ট্রেনের যাত্রাপথ দীর্ঘায়িত করা হচ্ছে। কলকাতা স্টেশন থেকে প্রতিদিন সকাল ৭টা ৩৫ মিনিট এবং রাত সাড়ে ৯টায় একটি করে ট্রেন গঙ্গাসাগর মেলার যাত্রীদের জন্য ছাড়বে। শিয়ালদহ (দক্ষিণ) থেকে দু’টি ট্রেন ছাড়বে রোজ সকাল ৬টা ১৫ মিনিট এবং দুপুর ২টো ৪০ মিনিটে। কলকাতা স্টেশন থেকে রওনা হওয়া ট্রেন প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট, বালিগঞ্জ হয়ে কাকদ্বীপ এবং নামখানা যাবে। একই ভাবে নামখানা, কাকদ্বীপ এবং লক্ষ্মীকান্তপুর থেকেও শিয়ালদহগামী ট্রেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement