রিপোর্টে অখুশি আদালত

ময়দান চত্বরে ঘোড়ার গাড়ি রাখায় এবং রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের ঘোড়ার মল-মূত্র অবৈজ্ঞানিক পদ্ধতিতে ফেলে দেওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ০১:৫৬
Share:

কলকাতা পুরসভার রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় পরিবেশ আদালত।

Advertisement

এ বছর এপ্রিল মাসে পরিবেশকর্মী সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতে একটি মামলা দায়ের করেন।
তিনি জানান, ময়দান চত্বরে ঘোড়ার গাড়ি রাখায় এবং রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের ঘোড়ার মল-মূত্র অবৈজ্ঞানিক পদ্ধতিতে ফেলে দেওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। কলকাতা পুরসভার অনুমতি ছা়ড়া কী ভাবে ঘোড়ার মল-মূত্র আদিগঙ্গায় ফেলা হয়, সে নিয়েও আদালতে প্রশ্ন তোলা হয়। এই বিষয়ে জাতীয় পরিবেশ আদালত রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কলকাতা পুরসভাকে পর্যবেক্ষণ করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

বুধবার কলকাতা পুরসভা এই সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে পেশ করে। ওই রিপোর্টে জানানো হয়েছে, রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের ঘোড়ার মল-মূত্র ফেলার নির্দিষ্ট জায়গা নেই। তা ফেলা হয় আদিগঙ্গায়। যার জেরে পরিবেশ দূষণ হচ্ছে। কিন্তু এই বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট অনুমতিও তাদের নেই।

Advertisement

সম্প্রতি পুরসভার অনুমতি ছাড়াই খিদিরপুর চত্বরে ঘোড়ার গাড়ি রাখা হচ্ছে। এ দিন জাতীয় পরিবেশ আদালত সেই বিষয়টিও পুরসভাকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। তবে, এ দিনের রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয় আদালত। পুরসভাকে বিষয়টি আরও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement