Jisshu-Nilanjanaa

যিশুর সঙ্গে সম্পর্কে ভাঙন, এর মাঝে বিয়ের প্রসঙ্গ টেনে কোন ইঙ্গিত দিলেন নীলাঞ্জনা?

একা যিশুকে নিয়ে আবর্তিত ছিল তাঁর জীবন। এ বার নতুন করে জীবন শুরু করছেন নীলাঞ্জনা, সেই ইঙ্গিতও দিয়েছেন সমাজমাধ্যমে। এ বার বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন তারকা-পত্নী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৬:০৮
Share:

বিবাহবিচ্ছেদ নিয়ে কোন ইঙ্গিত দিলেন নীলাঞ্জনা? ছবি: সংগৃহীত।

টলিউডে ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত ছিলেন সেনগুপ্ত দম্পতি। তাঁরাও যে কখনও বিচ্ছেদের পথে হাঁটতে পারেন, ভাবতে পারেননি অনুরাগী বা সহকর্মীরাও। তাই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বিস্মিত সকলে। তার পর থেকেই যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্তের শুভাকাঙ্ক্ষীরা তাঁদের বিচ্ছেদ আটকানোর নানা চেষ্টা করেছেন। কিন্তু তেমন সুফল মেলেনি। নীলাঞ্জনা যে একাই সব দিক সামলাচ্ছেন, তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। সেই একলা চলার পথে মেয়ে সারা ও জ়ারা যেন ভরসার জায়গা। সমাজমাধ্যমের পাতায় ধারাবাহিক ভাবে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন নীলাঞ্জনা। এ বার সম্পর্ক থেকে বিয়ে, তার ভাঙাগড়া নিয়ে মিলল নয়া ইঙ্গিত!

Advertisement

নীলাঞ্জনা লিখেছেন, ‘‘কেউ হয়তো ২১ বছরে স্নাতক হয়েছেন কিন্তু ভাল চাকরি পেতে ১০ বছর অপেক্ষা করতে হয়েছে। কারও হয়তো শিক্ষাই ছিল না, অথচ মাত্র ২৫ বছর বয়সে লাখপতি হয়ে গিয়েছেন। কেউ ২৫ বছরে বিয়ে করে, কিন্তু ৫ বছর পরেই ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ বছরে বিয়ে করেছে কিন্তু, সেখানে এক জীবনের ভালবাসা পেয়ে গিয়েছে। তাই আপনার দেরি হয়নি, আবার সময়ের আগেও কিছু হয়নি। আপনি যেখানে রয়েছেন ঠিক সেখানেই থাকার কথা ছিল।’’

একা যিশুকে নিয়ে আবর্তিত ছিল তাঁর জীবন। এ বার নতুন করে জীবন শুরু করছেন নীলাঞ্জনা, সেই ইঙ্গিতও দিয়েছেন সমাজমাধ্যমে। তবু জনপ্রিয় এই দম্পতিকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। দিনকয়েক আগে নিজেই জানান, যা কিছু ঘটেছে সেটার জন্য তাঁকে বাধ্য করা হয়েছে। এ বার ফের ভালবাসার সন্ধানে টলিপাড়ার এই প্রযোজক?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement