‘প্রতীকী শিরদাঁড়া’ নিয়ে বিক্ষোভ দেখালেন পুর ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিস’-এর সদস্যেরা। —নিজস্ব চিত্র।
আরজি কর-কাণ্ড ঘিরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে। এরই মাঝে, গত ৩১ অগস্ট ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ তুলে বুধবার ফিরহাদ হাকিমের ‘প্রতীকী শিরদাঁড়া’ নিয়ে বিক্ষোভ দেখালেন পুর ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিস’-এর সদস্যেরা। একই সঙ্গে, আরজি করের ঘটনার বিচারের দাবিতে কালো ব্যাজ পরে বিক্ষোভ মিছিলে শামিলও হন তাঁরা।
বুধবার প্রতীকী শিরদাঁড়া নিয়ে মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ইঞ্জিনিয়ারদের একাংশ। তাঁদের অভিযোগ, আগে প্রশাসন নিজেদের মেরুদণ্ড সোজা করুক, তার পরে তাঁরা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কথা বলবে। ‘কে এম সি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিস’-এর সাধারণ সম্পাদক মানস সিংহের অভিযোগ, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেয়র সাধারণ মানুষের সামনে ইঞ্জিনিয়ারদের অপমান করেছেন। তাঁর আরও অভিযোগ, মেয়র ইঞ্জিনিয়ারদের সম্মানহানি করেছেন।
ইঞ্জিনিয়ারেরা মেয়রের ‘শিরদাঁড়া’ সোজা করার দাবি জানিয়ে প্রতীকী মেরুদণ্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন। কলকাতা পুর নিগমের বিল্ডিং বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সমস্ত বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখান তাঁরা। মিছিল শেষে আবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে অবস্থান বিক্ষোভ দেখান ইঞ্জিনিয়ারেরা।