—প্রতীকী চিত্র।
কলকাতার বুকে ফের রেমডেসিভির নিয়ে কালোবাজারির অভিযোগ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। অনলাইনে তিনি রেমডেসিভির নিয়ে কালো বাজারি করছিলেন বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, করোনার চিকিৎসায় ব্যবহৃত বিপুল পরিমাণ রেমডেসিভির ওষুধ বাজার থেকে তুলে মজুত করেছিলেন অভিযুক্ত। ঠিক কী কারণে তিনি ওই বিপুল পরিমাণ ওষুধ বাজার থেকে তুলেছিলেন, কোথায় তা পাচার করার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম আশুতোষ মিত্তল। তিনি বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা। পার্ক স্ট্রিট থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ওষুধ সংগ্রহ নিয়ে তাঁর বয়ানে অসঙ্গতি মেলে। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়। জেরায় জানা যায়, রফি আহমেদ কিদোয়াই রোড এলাকা থেকে বিপুল পরিমাণ রেমডেসিভির তোলেন তিনি।
তবে কলকাতার বুকে রেমডেসিভির নিয়ে কালোবাজারির অভিযোগ এই প্রথম নয়। এ নিয়ে মে মাসে দু’টি পৃথক এফআইআর দায়ের করেছিল কলকাতা পুলিশ। সেইসময় প্রচুর পরিমাণ রেমডেসিভির ইঞ্জেকশন বাজেয়াপ্তও করা হয়। জানা যায়, এক একটি ইঞ্জেকশন ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। রেমডেসিভির নিয়ে কালোবাজারির অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাদের কাছ থেকে বিষয়টির তদন্ত ভার চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।