লিফট ধরতে গিয়ে সুড়ঙ্গে পড়ে মারা গেলেন এক বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, শুক্রবার কসবা থানা এলাকার রাজডাঙা মেন রোডের শান্তিপল্লির একটি বহুতলে ওই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী (৭৬)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল।
পুলিশ সূত্রের খবর, ওই বহুতল আবাসনের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন রবীন্দ্রনাথবাবু। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ নীচে নামার জন্য তিনি লিফটের সামনে এসে সুইচ দেন। কিন্তু নির্দিষ্ট তলায় লিফ্ট আসার আগেই লিফটের কোল্যাপসিবল গেট খুলে তিনি পা বাড়িয়ে দিয়েছিলেন। ফলে ফাঁকা সুড়ঙ্গে পড়ে যান রবীন্দ্রনাথবাবু। শব্দ শুনে লোকজন ছুটে আসেন। তাঁরা লিফটের উপরে কাউকে পড়ে থাকতে দেখেন। পরে উপর থেকে দেখা যায়, ওই ব্যক্তি আসলে রবীন্দ্রনাথবাবু। অজ্ঞান অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বিকেল সাড়ে চারটে নাগাদ চিকিৎসকেরা রবীন্দ্রনাথবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
লিফট আসার আগেই কী ভাবে সুড়ঙ্গের দরজা খুললেন রবীন্দ্রনাথবাবু?
রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত কর্মীরা জানাচ্ছেন, লিফটের মেঝে আর যে তলায় লিফট ডাকা হয়েছে, তার মেঝে সমতলে না এলে লিফটের দরজা খোলার কথা নয়। কোল্যাপসিবল গেট থাকলেও সে ক্ষেত্রে একই নিয়ম। কিন্তু এ ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই ওই দুর্ঘটনা ঘটে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, দরজায় যে তালা ছিল, তার গুণমান বিচার করা জরুরি। আবার ভাল মানের তালা হলেও অনেক সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে কার্যকারিতা হারায়। এ ক্ষেত্রে শেষ কবে ওই লিফটের রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল, সেটা জানা জরুরি। পুলিশ জানিয়েছে, রবীন্দ্রনাথবাবুর পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে লালবাজারের এক কর্তা জানান, ওই বহুতলের লিফটম্যানকে জিজ্ঞাসাবাদ করা হবে।