ফাইল চিত্র।
দুষ্কৃতীদের তাণ্ডবে তিন-চার দিন থমকে থাকার পরে সোমবার ফের মেট্রোর নিউ গড়িয়া-ফুলবাগান স্টেশনের কাজ শুরু হয়েছে। পুলিশ নিরাপত্তার আশ্বাস দেওয়ায় কাজ শুরু হয়েছে বলে মেট্রো সূত্রে খবর।
গত বৃহস্পতিবার রাতে নিউ গড়িয়া–বিমানবন্দর প্রকল্পের নির্মীয়মাণ নিউ গড়িয়া স্টেশনে আচমকা এক দল দুষ্কৃতী চড়াও হয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করে বলে অভিযোগ। ওই ঘটনার পরে নির্মাণ সংস্থার শ’দুয়েক কর্মী ভয়ে কাজ বন্ধ করে দেন বলে খবর। স্থানীয় দুষ্কৃতীদের দলটি আগেও বিভিন্ন সময়ে নির্মাণ সামগ্রী চুরির চেষ্টা করেছে বলে অভিযোগ। ওই ঘটনার পরে সোনারপুর থানায় অভিযোগ জানান রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষ। পুলিশ তদন্তে নামে। শুক্রবার রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ ফুলবাগান স্টেশন এলাকায় দু’টি সিন্ডিকেটের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে খবর, মেট্রো প্রকল্পের উপকরণ সরবরাহ করা নিয়ে সংঘর্ষ বাধে। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ফুলবাগান স্টেশন সংলগ্ন রাস্তা তৈরির কাজ। এ নিয়ে নির্মাণ সংস্থার তরফে থানায় অভিযোগ জানানো হয়।
নিউ গড়িয়া ও ফুলবাগান স্টেশন দু’টি আলাদা প্রকল্পের অন্তর্গত হলেও একই নির্মাণ সংস্থা কাজ করছে। সংস্থা সূত্রে খবর, পুলিশের আশ্বাস মেলায় ফের দু’জায়গাতেই কাজ শুরু হয়েছে।