২০১৮ সালেই ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু, দাবি রেলমন্ত্রীর

ইস্ট-ওয়েস্ট মেট্রোর জমিজট কাটল কি না, স্পষ্ট জবাব দিলেন না রেলমন্ত্রী সুরেশ প্রভু। তবে জানালেন, ২০১৮ সালে শেষ হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। শুক্রবার বেলুড় মঠে গিয়েছিলেন রেলমন্ত্রী। রেলের প্রকল্প সংক্রান্ত জবাব এড়িয়ে তাঁর মন্তব্য, ‘‘শান্তি পেতে বেলুড় মঠে এসেছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ১৪:১২
Share:

শুক্রবার বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে রেলমন্ত্রী সুরেশ প্রভু।— নিজস্ব চিত্র।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর জমিজট কাটল কি না, স্পষ্ট জবাব দিলেন না রেলমন্ত্রী সুরেশ প্রভু। তবে জানালেন, ২০১৮ সালে শেষ হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। শুক্রবার বেলুড় মঠে গিয়েছিলেন রেলমন্ত্রী। রেলের প্রকল্প সংক্রান্ত জবাব এড়িয়ে তাঁর মন্তব্য, ‘‘শান্তি পেতে বেলুড় মঠে এসেছি।’’

Advertisement

এ দিন বেলুড় মঠে বেশ কিছুক্ষণ সময় কাটান রেলমন্ত্রী। রামকৃষ্ণ মিশনের সন্ন‌্যাসীরাই তাঁকে মঠ ঘুরিয়ে দেখান। এই মুহূর্তে রাজ্যে একাধিক রেল প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে থাকায় কলকাতা সফররত রেলমন্ত্রীকে যে সেই বিষয়ে প্রশ্নের মুখোমুখি পড়তেই হবে, তা স্বাভাবিক। কিন্তু বেলুড় মঠে তিনি রেল প্রকল্প সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে চাননি। নিজের ভাষণে প্রভু জানান, ২০১৮ সালের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করা হবে। তার জন্য বাকি কাজ দ্রুত শেষ করা হচ্ছে। রেলের যাত্রী পরিষেবার উন্নতি এবং উন্নত প্রযুক্তির ব্যবহারেও জোর দেওয়া হচ্ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জমিজট নিয়ে প্রশ্ন করা হলে সুরেশ প্রভু বলেন, ‘‘আমি আজ এখানে রেলমন্ত্রী হিসেবে আসিনি। এসেছি শান্তি পেতে, ঠাকুরকে প্রণাম করতে। এর বেশি কিছু বলব না।’’

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ হাওড়ায় শুরু হলে গেলেও জমি অধিগ্রহণের কাজ এখনও শেষ হয়নি। যে সব এলাকায় জমি জট রয়েছে, সেখানে কোনও রফাসূত্রে পৌঁছনো গেল কি না, তার জবাব এ দিন সুরেশ প্রভু দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement