Kolkata Metro

মেট্রোয় ই-পাসে ছাড় শনিবারেও

১৯ ডিসেম্বর থেকে এই সুবিধা মিলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০২:১০
Share:

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

Advertisement

ই-পাসে ফের ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মেট্রো কর্তৃপক্ষ। রবিবারের পাশাপাশি এ বার থেকে শনিবারও ই-পাস ছাড়া শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রোয় যাতায়াত করা যাবে। ১৯ ডিসেম্বর থেকে এই সুবিধা মিলবে।

Advertisement

ওই দিন থেকে শনি ও রবিবারের জন্য যাত্রীদের ই-পাস ডাউনলোড করতে হবে না। তবে সপ্তাহের অন্যান্য দিন পুরনো নিয়মই বহাল থাকছে। সকালে ৭টা থেকে সাড়ে ৮টা এবং রাতে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ই-পাস লাগবে না। দিনের অন্যান্য সময়ে পুরুষ যাত্রীদের ই-পাস লাগলেও প্রবীণ, মহিলা এবং ১৫ বছর বা তার কম বয়সিদের ই-পাস লাগবে না। আগামী রবিবার, ২০ ডিসেম্বর থেকে মেট্রোয় ট্রেনের সংখ্যাও বাড়ছে। বর্তমানে রবিবার ৬৮টি ট্রেন চলে। ওই দিন থেকে ১০২টি ট্রেন চলবে। সে দিন থেকে সকাল ১০টার বদলে ৯টা থেকে পরিষেবা চালু হবে। চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সারা দিন ১৫ মিনিট অন্তর ট্রেন মিলবে।

বড়দিনের আগে মেট্রোয় ভিড় বাড়বে ধরে নিয়েই রবিবার থেকে ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানো হচ্ছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যেই যাত্রী-স্বার্থে এই পদক্ষেপ করা হচ্ছে। ট্রেনের সংখ্যা এবং সময় বৃদ্ধির ফলে তাঁদের সুবিধা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement