সুজিত বসু ।—ফাইল চিত্র।
দুর্গাপুজো নিয়ে বিধাননগর বিধানসভা এলাকার বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন দমকলমন্ত্রী সুজিত বসু। রবিবার শ্রীভূমিতে ওই বৈঠকে ছিলেন বিধাননগর পুলিশের কর্তারাও। সূত্রের খবর, করোনার সুরক্ষা-বিধি মেনে কী ভাবে পুজো করা সম্ভব, তা নিয়েই মূলত আলোচনা হয়। পুজো কমিটির প্রতিনিধিদের একাংশ জানান, কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা খারাপ। সেগুলি মেরামতির দাবি জানান তাঁরা।
পুরসভা সূত্রের খবর, রাস্তা মেরামতি এবং ঝোপ-জঙ্গল সাফাইয়ে জোর দেওয়া হচ্ছে। তবে সরকারি আবাসন এলাকায় সংশ্লিষ্ট সরকারি দফতর কাজ করে। মন্ত্রীকে তা জানানো হয়েছে। সুজিতবাবু জানান, তাঁর কেন্দ্রে প্রায় আড়াইশো পুজো হয়। করোনা পরিস্থিতিতে এক লক্ষ মাস্ক তৈরি করে পুজো কমিটিগুলিকে দেওয়া হবে। দেওয়া হবে স্যানিটাইজ়ার। থার্মাল গান দেওয়ারও চিন্তা-ভাবনা চলছে।
মন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের নির্দেশিকা মেনে পুজোর আয়োজন হবে। পাশাপাশি, পুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবে যাতে কেউ কান না-দেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।