kolkata street

রাস্তা সারাই নিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ

পুরসভার রাস্তা নয়, তার বাইরেও বিভিন্ন দফতরের যে সব রাস্তা রয়েছে, সেগুলির সংস্কারের ব্যাপারেও ওই সব দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ০১:৪১
Share:

শহরের সব খারাপ রাস্তার মেরামতির কাজ দ্রুত হোক, নির্দেশ পুরসভার

পুজোর আগে ১৫ অক্টোবরের মধ্যে শহরের সব খারাপ রাস্তার মেরামতির কাজ হয়ে যাবে বলে আগেই আশ্বাস দিয়েছিল পুরসভা। সেই কাজ কতটা এগিয়েছে, তার বরো-ভিত্তিক পর্যালোচনা করে এ বার প্রত্যেক বরো কোঅর্ডিনেটরকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পুর কর্তৃপক্ষ। শুধু পুরসভার রাস্তা নয়, তার বাইরেও বিভিন্ন দফতরের যে সব রাস্তা রয়েছে, সেগুলির সংস্কারের ব্যাপারেও ওই সব দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Advertisement

পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা রাস্তা বিভাগের প্রাক্তন মেয়র পারিষদ রতন দে বলেন, “পুরসভার হাতে থাকা রাস্তাগুলির হাল এই মুহূর্তে ঠিক কেমন, তা জানতে সোমবার বরো কোঅর্ডিনেটরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। তাঁদের বলা হয়েছে, কোনও বরোতেই যেন ভাঙা রাস্তা না থাকে।’’ তিনি জানান, প্রতি বারই বর্ষায় রাস্তায় পিচ ঢালার ক্ষেত্রে অসুবিধা হয়। সেই কারণে পুজোর ঠিক আগে রাস্তার স্থায়ী মেরামতি করা না গেলেও জোড়াতাপ্পি দিয়ে ঠিক করা হয়। বড় রাস্তা ছাড়াও যে সমস্ত জায়গায় পাড়ার ভিতরে পুজো হয়, তার সামনের রাস্তাগুলিকে বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এ বার। পুজো কমিটিগুলির কাছেও রাস্তার তালিকা চাওয়া হয়েছে।

প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম আগেই জানিয়েছিলেন, পুরসভার ২৬টি রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। এই তালিকায় মহাত্মা গাঁধী রোড, নেতাজি সুভাষচন্দ্র বসু রোড, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, কাশীপুর রোড-সহ অনেক গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। সব ক’টি রাস্তার সংস্কার করতে পুরসভার ৩০ কোটি টাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement