Ultadanga

স্তম্ভে ফাটল, উল্টোডাঙা উড়ালপুলে যান চলাচল বন্ধ, ব্যাপক যানজট

যান চলাচল বন্ধ হওয়ায় ব্যাপক যানজট শুরু হয়ে যায় উল্টোডাঙা এবং ভিআইপি রোডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৯ ২০:১৩
Share:

ফাটল উল্টোডাঙা উড়ালপুলে। —ফাইল চিত্র।

যান চলাচল বন্ধ করে দেওয়া হল উল্টোডাঙা উড়ালপুলে। উড়ালপুলের একটি স্তম্ভে ফাটল দেখা দেওয়ায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন কেএমডিএ-র উড়ালপুল এবং সেতুর স্বাস্থ্য পরিদর্শক দল শহরের বিভিন্ন সেতু পরিদর্শনের সময়ে ওই উড়ালপুলও পরিদর্শন করেন। সেই সময়েই একটি স্তম্ভে বিপজ্জনক ফাটল চোখে পড়ে বিশেষজ্ঞদের।

ওই উড়ালপুলের ইএম বাইপাসগামী যে অংশ এর আগে এক বার ভেঙে পড়েছিল, সেই অংশেই এই ফাটল দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সঙ্গে সঙ্গে কেএমডিএ-র বিশেষজ্ঞ কমিটি কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটকে সতর্ক করে। এর পরেই এ দিন সন্ধ্যা থেকে যান চলাচল বন্ধ করা হয়েছে ওই উড়ালপুলে।

Advertisement

আরও পড়ুন: রোজভ্যালি-কাণ্ডে ইডি-র মুখোমুখি হতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ​

আরও পড়ুন: দিনভর বাগ্‌যুদ্ধ, জমা পড়ল অনাস্থাও, ইস্তফা না দিয়ে পাল্টা চ্যালেঞ্জে সব্যসাচী​

যান চলাচল বন্ধ হওয়ায় ব্যাপক যানজট শুরু হয়ে যায় উল্টোডাঙা এবং ভিআইপি রোডে। যান নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement