স্বাস্থ্য পরীক্ষার জন্য ৩ দিন বন্ধ ঢাকুরিয়া ব্রিজ, বদলে গেল গাড়ি চলাচলের রুট

এই ক’দিন ঢাকুরিয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার সময় গাড়ি চলবে অন্য রুট দিয়ে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়িয়া থেকে গোলপার্কের মধ্যে অটো চলবে সার্দান অ্যাভেনিউ হয়ে যোধপুর পার্ক (সেকেন্ড লেন) দিয়ে। ছোট গাড়িগুলি যাবে গোলপার্ক দিয়ে সার্দান অ্যাভেনিউ হয়ে লেক গার্ডেন্স এবং প্রিন্স আনোয়ার শাহ ফ্লাইওভার ধরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ২০:৫৪
Share:

দক্ষিণ কলকাতার ব্যস্ততম সেতুগুলোর মধ্যে এটি একটি। কিন্তু মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর শহরের সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। ফাইল চিত্র।

ভারবহণ ক্ষমতা যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য আপাতত তিন দিন বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ। ২৪ জুলাই রাত ১০টা থেকে ২৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত ব্রিজের উপর দিয়ে কোনও রকমের গাড়ি চলাচল করবে না।

Advertisement

যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, সন্তোষপুর, ইএম বাইপাসের সঙ্গে গোলপার্ক, গড়িয়াহাট, ধর্মতলা এবং হাওড়া-শিয়ালদহের মধ্যে যাতায়াতের জন্যে বহু মানুষ এই সেতু ব্যবহার করেন। দক্ষিণ কলকাতার ব্যস্ততম সেতুগুলোর মধ্যে এটি একটি। কিন্তু মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর শহরের সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে।

এই ক’দিন ঢাকুরিয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার সময় গাড়ি চলবে অন্য রুট দিয়ে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়িয়া থেকে গোলপার্কের মধ্যে অটো চলবে সার্দান অ্যাভেনিউ হয়ে যোধপুর পার্ক (সেকেন্ড লেন) দিয়ে। ছোট গাড়িগুলি যাবে গোলপার্ক দিয়ে সার্দান অ্যাভেনিউ হয়ে লেক গার্ডেন্স এবং প্রিন্স আনোয়ার শাহ ফ্লাইওভার ধরে।

Advertisement

আরও পড়ুন: স্বামীর মৃত্যু, স্ত্রীকে দায়ী করে মারধর, চুল কেটে দিলেন প্রতিবেশীরা

বাস চলাচলেও রুট পরিবর্তন করা হয়েছে। ২৪০, ৪৫, ২১৮, কেবি১৭, এস১০৬, এস১০১ এস১১০,এস১০৪, ১৭বি, ২৩৪, এস৯এ, ২৩৩-সহ বিভিন্ন রুটের বাসগুলি গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভেনিউ, এসপি মুখার্জি রোড প্রিন্স আনোয়ার শাহ, যাদবপুর হয়ে যাতায়াত হবে। এ ছাড়াও গড়িয়াহাট, বিজন সেতু, রুবি এবং ইএম বাইপাস হয়ে বাস যাতায়াত করবে।

আরও পড়ুন: লকডাউনে সুনসান শহর, রাতভর শিলিগুড়ির রাস্তায় টহল দিল হাতির দল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement