দেবযানী
রহস্য এবং ধোঁয়াশাতেই রয়েছে রবিনসন স্ট্রিট কাণ্ড।
তবে, সোমবার বেশ কয়েকটি সম্ভাবনা সম্পর্কে মোটামুটি ভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। যেমন, পার্থ দে-র দিদি দেবযানী দেবীর মৃত্যু উপবাসের কারণেই হয়েছে। এমনকী, তাঁর মৃত্যু যে ডিসেম্বরেই হয়েছে সে ব্যাপারেও এ দিন মোটামুটি নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা।
কিন্তু, কী ভাবে?
গোয়েন্দাদের দাবি, দেবযানী দেবীর লেখা যে সমস্ত চিরকূট পাওয়া গিয়েছে তা থেকেই এটা অনুমান করা হচ্ছে। কেননা, তারিখ অনুযায়ী লেখা ওই সব চিরকূট ডিসেম্বরের পর আর লেখা হয়নি। এরই পাশাপাশি এ দিন পার্থবাবুকে পাভলভ হাসপাতাল থেকে ইন্সটিটিউট অব সাইকিয়াট্রিতে স্থানান্তরিত করার নির্দেশ দিল আদালত। এর আগে কলকাতা পুলিশের তরফে ব্যাঙ্কশাল আদালতে এই মর্মে আবেদন জানান হয়। গোয়েন্দা সূত্রে খবর, গোটা ঘটনা নিয়ে পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ দিন, রবিনসন স্ট্রিটের দে বাড়িতে দমকল এবং ফরেন্সিক দফতরের কর্মীরা যান। নতুন করে করা কিছু পরীক্ষার পর তাঁরা সেখানে কোনও রক্তের অস্তিত্ব পাননি। গোয়েন্দারা সেই সূত্রে মোটামুটি নিশ্চিত, অরবিন্দবাবু আত্মহত্যাই করেছিলেন। তবে, সম্পূর্ণ ভাবে নিশ্চিত হতে পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছেন গোয়েন্দারা।