Covid Death

করোনায় ফের মৃত পুলিশকর্মী

বুধবার দুপুর ১টা নাগাদ তিনি ই এম বাইপাসের পঞ্চসায়র এলাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২১ ০৬:৫৫
Share:

দীপঙ্কর ভট্টাচার্য

করোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর। মৃতের নাম দীপঙ্কর ভট্টাচার্য (৩৯)। বুধবার দুপুর ১টা নাগাদ তিনি ই এম বাইপাসের পঞ্চসায়র এলাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত পুলিশকর্মী কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের এফ কোম্পানিতে কর্মরত ছিলেন। বিচার ভবনের নগর দায়রা আদালতে তাঁর পোস্টিং ছিল। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার নিমতায়। তাঁর পরিবারে স্ত্রী এবং এক মেয়ে রয়েছেন।

Advertisement

লালবাজার জানিয়েছে, গত মাসে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টর করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তিনিও রিজার্ভ ফোর্সেই কর্মরত ছিলেন। থাকতেন পুলিশ ব্যারাকে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বুধবার পর্যন্ত বাহিনীতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৭০ জন। মৃত্যু হয়েছে দু’জনের।

পুলিশ সূত্রের খবর, মৃত দীপঙ্করের যকৃতের সমস্যা ছিল, তাই প্রতিষেধক নেননি তিনি। গত ২২ এপ্রিল যকৃতের সমস্যার কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপঙ্কর। এর পরে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৯ এপ্রিল ইএম বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এক পুলিশকর্তা জানান, ওই হাসপাতালে ভর্তির পরে নিয়মমাফিক দীপঙ্করের করোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। তার পরে ওই হাসপাতালেই তাঁর করোনা চিকিৎসা চলছিল। এ দিন দুপুরে সেখানেই মারা যান তিনি।

Advertisement

লালবাজার জানিয়েছে, প্রত্যেক পুলিশকর্মীকে করোনা-বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের পরিবারের সদস্যেরাও যাতে প্রতিষেধক পান, সেই চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement