একটি জুতোর কারখানা থেকে উদ্ধার হল এক বৃদ্ধের রক্তাক্ত দেহ। সোমবার সকালে, তিলজলা থানা এলাকার তপসিয়া রোডের ঘটনা। মৃতের নাম মহম্মদ রসুল (৭৫)। পুলিশ জানিয়েছে, তিনি ওই কারখানায় দারোয়ানের কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ রসুল দীর্ঘ দিন ধরে ওই কারখানায় দারোয়ানের কাজ করতেন। সোমবার কারখানার ভিতরে একটি ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মহম্মদ রসুলকে। খবর পেয়ে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে। শনিবার শ্রমিকেরা কাজ করে চলে যাওয়ার পরে রবিবার কারখানা বন্ধ ছিল। সোমবার সকালে ফের শ্রমিকেরা এসে রসুলের দেহটি দেখতে পান।
প্রাথমিক তদন্তের পরে তদন্তকারীরা জানান, ওই বৃদ্ধের বাঁ চোখের উপরে এবং নীচে গভীর ক্ষত রয়েছে। মুখেও মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকেরা জানান, বৃদ্ধ পড়ে যাওয়ার ফলে ওই আঘাত তৈরি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ এবং হৃদরোগের জেরেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধ নিজে থেকেই পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন নাকি কেউ তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল জানার চেষ্টা চলছে। পাশাপাশি কারও সঙ্গে রসুলের বচসা হয়েছে কিনা জানার চেষ্টা চলছে। মৃতের পরিবারের তরফে অবশ্য খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কারখানার ভিতর থেকে কোনও কিছু খোওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পরেই পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে ওই কারখানাটি।