—ফাইল চিত্র।
ঢাল নেই, তলোয়ার নেই। সেই অবস্থাতেই পড়ে যাওয়া গাছ বসাতে নেমে পড়েছে কেএমডিএ।
আমপানে পড়ে যাওয়া গাছ ক্রেন দিয়ে তুলে তা নতুন করে রোপণ করার সিদ্ধান্ত নেওয়া হলেও পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে কেএমডিএ। রবীন্দ্র সরোবরে ঝড়ে পড়ে যাওয়া গাছগুলি শুক্রবার থেকে ফের বসানোর কাজ শুরু হয়েছে। ঠিক হয়েছে, ১৫০টির মধ্যে ১০০টি গাছই নতুন করে রোপণ করা হবে। কিন্তু গাছ তোলার জন্য কর্তৃপক্ষের নিজস্ব ক্রেন নেই। আপাতত ভাড়া করা একটি ক্রেন ও একটি পেলোডার ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, এই পরিকাঠামো যথেষ্ট নয়।
রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এই ঝড় থেকে শিক্ষা নিয়ে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের গাছ বাঁচাতে যে ধরনের যন্ত্রপাতি প্রয়োজন, তার ব্যবস্থা হবে।”
দুই সরোবর কর্তৃপক্ষেরই বক্তব্য, প্রতি বছর ঝড়ে যে ক’টি গাছ পড়ে, তার জন্য পেলোডার বা ক্রেন কেনা অর্থহীন। কারণ, সেগুলি নিয়মিত ব্যবহার না-করলে বিকল হয়ে যায়। তা ছাড়া, রক্ষণাবেক্ষণেও অনেক টাকা লাগে।