Cyclone Amphan

ঝড়ের জন্য বন্ধ সেতুর স্বাস্থ্য পরীক্ষা

কেএমডিএ সূত্রের খবর, উড়ালপুলে কেউ যাতে না-ওঠেন, তা দেখতে বলা হয়েছে পুলিশকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২০ ০৩:১৯
Share:

ঝড়ের জন্য বন্ধ উড়ালপুল। তারই প্রস্তুতি কলকাতা পুলিশের। ছবি: পিটিআই

দুপুর যত গড়িয়েছে, ততই তীব্রতর হয়েছে ঘূর্ণিঝড় ‘আমপান’-এর গতি। সেই কারণে বুধবার আর জি কর হাসপাতালের সামনে ক্যানাল ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ বন্ধ করে দিল কেএমডিএ। আজ, বৃহস্পতিবারও সেই কাজ হবে না। প্রথমে ঠিক হয়েছিল, স্বাস্থ্য পরীক্ষার জন্য কাল শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে সেতুটি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই মেয়াদ শনিবার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন কেএমডিএ-র আধিকারিকেরা। শুধু ওই সেতুরই নয়, ঝড়ের সময়ে কোনও উড়ালপুলেরই মেরামতির কাজ হবে না। এ ছাড়া, সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা ক্রেন এবং অন্য যন্ত্রপাতিও দুর্ঘটনা এড়াতে দূরে সরিয়ে রাখা হয়েছে। কেএমডিএ সূত্রের খবর, উড়ালপুলে কেউ যাতে না-ওঠেন, তা দেখতে বলা হয়েছে পুলিশকে।

Advertisement

এ দিকে, ঝড়ে রবীন্দ্র সরোবর চত্বরে বেশ কয়েকটি গাছ পড়েছে। তবে কেউ হতাহত হননি। সরোবর চত্বরে থাকা যে শ্রমিকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁরা নিরাপদে আছেন। কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রায় ৪০ জন শ্রমিককে স্বাস্থ্য-বিধি মেনে নজরুল মঞ্চ-সহ বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকেরা পরিস্থিতির উপরে নজর রাখছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement