সোশ্যাল মিডিয়ার টিম আলিমুদ্দিনের

পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল গোটা রাজ্যের জন্যই। কলকাতা শহরের ভোটে এসে সেই পরিকল্পনাকে আরও নিখুঁত ভাবে কাজে লাগানোর পরীক্ষা সেরে নিতে চাইছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০১:০৮
Share:

পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল গোটা রাজ্যের জন্যই। কলকাতা শহরের ভোটে এসে সেই পরিকল্পনাকে আরও নিখুঁত ভাবে কাজে লাগানোর পরীক্ষা সেরে নিতে চাইছে সিপিএম।

Advertisement

কলকাতার ৭টি কেন্দ্রে ভোট আজ, বৃহস্পতিবার। অনিয়ম, গোলমাল দেখলে প্রতিবাদ করার পাশাপাশি যখনই সম্ভব হবে, স্মার্টফোনে ছবি তুলে হোয়াটসঅ্যাপের সাহায্যে দ্রুত ছবি তুলে দলের কাছে পাঠাতে বলা হয়েছে দলের দায়িত্বপ্রাপ্তদের। এই কাজের জন্য আলাদা সফটওয়্যারও এ বার তৈরি রেখেছে আলিমুদ্দিন। বুথের বাইরে এলাকায় এলাকায় রাখা থাকবে সোশ্যাল মিডিয়া রিপোর্টারদের টিম। নানা ঘটনার রেকর্ড সংগ্রহ করবে তারা। সিপিএমের রাজ্য কমিটির এক সদস্যের কথায়, ‘‘সব বিধানসভা কেন্দ্রেই আমরা এই ব্যবস্থা করেছি। তবে কলকাতা শহরে ছেলেমেয়েরা এই প্রযুক্তি ব্যবহারে এমনিতেই সড়গড়। তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আশা করছি, এখানে আমরা এই ব্যবস্থার
সুফল পাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement