নিজেদের যমজ শিশুকন্যার পাসপোর্ট ব্যবহার করে শিশু পাচারের অভিযোগে ধরা পড়লেন এক দম্পতি-সহ তিন জন। রবিবার, পার্ক স্ট্রিট থেকে। সোমবার আদালত তাঁদের ১১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত দেয়।
ধৃতদের নাম সাজিদ খান পাঠান, পারভিন সাজিদ খান এবং আসাদ উমর। সাজিদ ও পারভিন স্বামী-স্ত্রী। বাড়ি কলিন লেনে। কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান বিশাল গর্গ বলেন, ‘‘গত এক বছরে তিন বার ওই দম্পতি মেক্সিকো, আমেরিকা গিয়েছিলেন। প্রতি বারই নিজেদের মেয়েদের পাসপোর্টে অন্য বাচ্চাদের নিয়ে গিয়েছেন। তাদের আর ফেরত আনেননি। এ থেকেই পরিষ্কার, ওই দম্পতি শিশু পাচার চক্রে জড়িত।’’
গোয়েন্দাপ্রধান আরও জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের ধারণা, এই চক্রে একাধিক ব্যক্তি যুক্ত। কিন্তু আমেরিকা, মেক্সিকোর মতো দেশে বিমানবন্দরের নিরাপত্তার ফাঁক গলে এই কাজ করা হল কী ভাবে? গোয়েন্দাপ্রধান বলেন, ‘‘সব ক’টি দেশের বিমানবন্দরে যোগাযোগ করা হচ্ছে। কথা বলা হচ্ছে পাসপোর্ট অফিসেও। ধৃতদের ফোনের কললিস্টও দেখা হচ্ছে।’’