Coronavirus Locdkown

বিধি ভেঙে গ্রেফতার ৯১৩ জন

কোথাও পুলিশি নজর এড়িয়ে মোটরবাইকে চেপে এ গলি-ও গলি ঘুরতে দেখা গিয়েছে বেপরোয়া মোটরবাইক চালকদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২০ ০৩:৩১
Share:

নজর: লকডাউনের শহরে হাওড়া সেতুতে চলছে নাকা তল্লাশি। বৃহস্পতিবার। ছবি: দীপঙ্কর মজুমদার

লকডাউনে বিধি ভেঙে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকায় গ্রেফতার হয়েছেন ৯১৩ জন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মাস্ক না পরার জন্য মামলা করা হয়েছে ৪৬৮ জনের বিরুদ্ধে। রাস্তায় থুতু ফেলার জন্য ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

অভিযোগ, লকডাউন থাকা সত্ত্বেও এ দিন রাস্তায় বেপরোয়া ভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকেই। তাঁদের অনেকের মুখেই মাস্কও ছিল না বলে দাবি করেছে পুলিশ। কোথাও পুলিশি নজর এড়িয়ে মোটরবাইকে চেপে এ গলি-ও গলি ঘুরতে দেখা গিয়েছে বেপরোয়া মোটরবাইক চালকদের। যদিও লালবাজারের তরফে দাবি করা হয়েছে, পুলিশি নজরদারি সর্বত্রই বহাল থাকায় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শহরের বেশির ভাগ জায়গাতেই লকডাউন কড়া হাতে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement