Coronavirus in Kolkata

স্কুল-কলেজ জীবাণুমুক্ত

এ দিন শ্রী শিক্ষায়তন স্কুল ও কলেজে গিয়ে ওই কাজ করেছে দমকল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২০ ০১:৩৮
Share:

রয়টার্সের প্রতীকী ছবি।

লকডাউনের মধ্যেই শুরু হল বন্ধ স্কুল-কলেজ জীবাণুমুক্ত করার কাজ। মঙ্গলবার দমকল বিভাগ ওই কাজ শুরু করেছে। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, দমকল হয়তো নিজেদের উদ্যোগে প্রতিটি স্কুল-কলেজে গিয়ে এই কাজ করতে পারবে না। তবে কোনও স্কুল বা কলেজ কর্তৃপক্ষ তাদের অনুরোধ করলে দমকলকর্মীরা সেখানে পৌঁছে জীবাণুমুক্ত করার কাজ করে আসবেন।

Advertisement

এ দিন শ্রী শিক্ষায়তন স্কুল ও কলেজে গিয়ে ওই কাজ করেছে দমকল। শ্রী শিক্ষায়তনের তরফে ব্রততী ভট্টাচার্য বলেন, ‘‘দমকলকর্মীরা খুব ভাল ভাবে জীবাণুমুক্ত করার কাজ করেছেন।’’

আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই লকডাউনের মধ্যেই স্কুল ভবন জীবাণুমুক্ত করার পরিকল্পনা করেছেন বেশ কিছু স্কুল কর্তৃপক্ষ। লা মার্টিনিয়ারের সচিব সুপ্রিয় ধর জানিয়েছেন, তাঁদের স্কুলে ওই কাজ করেছে একটি বেসরকারি সংস্থা। সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, ‘‘আগামী সপ্তাহেই আমাদের স্কুল জীবাণুমুক্ত করার কাজ শুরু হবে। দমকল থেকে যদি এই পরিষেবা পাওয়া যায়, তা হলে খুবই উপকৃত হব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement