Coronavirus in Kolkata

কোভিডে মৃত আরও এক পুলিশকর্মী

চলতি সপ্তাহে পুজোর মধ্যে এই নিয়ে করোনা আক্রান্ত তিন জন পুলিশকর্মী বা আধিকারিকের মৃত্যু হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ০১:০৪
Share:

প্রতীকী ছবি।

করোনায় আক্রান্ত হয়ে নবমীর দুপুরে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর। মনোজ কুমার সিংহ (৪৭) নামে ওই কনস্টেবল কলকাতা পুলিশের বন্দর ডিভিশনের বিশেষ শাখায় (এসএসপিডি) কর্মরত ছিলেন। গত ১৯ অক্টোবর থেকে তিনি একবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

লালবাজার সূত্রের খবর, চলতি সপ্তাহে পুজোর মধ্যে এই নিয়ে করোনা আক্রান্ত তিন জন পুলিশকর্মী বা আধিকারিকের মৃত্যু হল। পঞ্চমীর দিন মারা গিয়েছিলেন সার্ভে পার্ক থানার সাব-ইনস্পেক্টর হারাধন দাস। তার আগে গত ১৮ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল কলকাতা পুলিশের দু’জন অধিকারিকের।

মনোজবাবুকে নিয়ে কলকাতা পুলিশের মোট ১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। শনিবার পর্যন্ত বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা ২৯৬৩। এর মধ্যে ১০০ জনেরও বেশি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

আরও পড়ুন: করোনার গ্রাসে পুজো, অপেক্ষা আগামী শারদীয়ার

লালবাজার জানিয়েছে, মনোজবাবু দীর্ঘদিন ধরেই এসএসপিডিতে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পরে সুস্থ হয়ে কাজে যোগদানও করেন তিনি। গত সোমবার অসুস্থ বোধ করলে তাঁকে একবালপুরের ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। তখনই জানা যায় যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

বাহিনী সূত্রের খবর, খিদিরপুর এলাকার ভূকৈলাস রোডে থাকতেন মনোজবাবু। তাঁর এক ছেলে ওয়াটগঞ্জ থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। তবে পুজোর মধ্যে আরও এক করোনা-যোদ্ধার মৃত্যুর খবরে বিষণ্ণ বাহিনীর নিচুতলার কর্মীরা। লালবাজার জানিয়েছে, তারা প্রয়াত সহকর্মীর পরিবারের পাশে রয়েছে। শোক জ্ঞাপন করেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাও।

আরও পড়ুন: সঙ্কটজনক সৌমিত্র, ভেন্টিলেশনে রাখার চিন্তাভাবনা শুরু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement