Coronavirus

করোনার আতঙ্ক ছড়াল পুর ভবনেও

আমলার ছেলের করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এ দিন সকাল থেকে ঘনঘন ফোন আসতে থাকে পুর ভবনে।

Advertisement

অনুপ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ০৬:৪০
Share:

ফাইল চিত্র

আমলার ছেলের করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এ দিন সকাল থেকে ঘনঘন ফোন আসতে থাকে পুর ভবনে। ওই তরুণের বাড়ি বাইপাস সংলগ্ন ১০৯ নম্বর ওয়ার্ডে। স্থানীয় ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে এ দিন জানতে চাওয়া হয়, ওই আবাসনের আশপাশের বাসিন্দাদের জন্য কী কী সুরক্ষামূলক ব্যবস্থা করা হচ্ছে? সুশান্তবাবু জানান, পুরসভার র‌্যাপিড অ্যাকশন টিম সেখানে বাড়ি বাড়ি ঘুরছে। এলাকায় হ্যান্ড মাইক দিয়ে সচেতনতার প্রচার চালানো হচ্ছে। পরে বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে কথা বলেন মেয়র। পরে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা শহরে সব রকম ভাবে সচেতনতার কাজ করা হচ্ছে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যে এলাকায় এক জন আক্রান্ত হয়েছেন, সেখানেও আগামী কয়েক দিন পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের সাহস জোগাবেন ও সচেতন করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement