প্রতীকী ছবি।
পথে নেমে গান গেয়ে করোনাভাইরাস নিয়ে সচেতনতার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। এ বার রাস্তায় ছবি এঁকে বাসিন্দাদের সচেতন করায় উদ্যোগী হল বিধাননগর পুলিশ কমিশনারেটও। লেক টাউন ও বাগুইআটি থানা এলাকার কয়েকটি জনবহুল এলাকায় সতর্কতামূলক বার্তা দিয়ে ছবি আঁকা হয়েছে।
করোনা-সংক্রমণ রুখতে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সচেতনতামূলক প্রচারের নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মাইকে ঘোষণা, লিফলেট, হোর্ডিং-ব্যানারের মাধ্যমেও প্রচার চলছে বিভিন্ন জায়গায়। বিধাননগর পুলিশও একই ভাবে পথে নেমেছে। লকডাউনের নিয়ম যাতে কেউ না-ভাঙেন, তার জন্য নজরদারি ও আইনি পদক্ষেপ করা হচ্ছে।
প্রতিটি থানা এলাকার বাজার এবং অন্য জনসমাগমের এলাকা চিহ্নিত করে রাস্তায় সচেতনতামূলক ছবি-লেখার মাধ্যমে পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে পুলিশের তরফে। চলন্ত গাড়ি থেকেও যাতে চোখে পড়ে, তার জন্য থ্রি-ডি ইমেজের ধাঁচে ওই ছবি আঁকা হয়েছে। বিধাননগর পুলিশের এক কর্তা জানান, প্রতিটি থানা এলাকায় ওই কাজ করা হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্র্যাফিক কর্মীরা হাতে পোস্টার নিয়েও সচেতনতা বাড়ানোর কাজ করছেন।
অন্য দিকে, করোনাভাইরাস সম্পকে সচেতন করতে এ বার রাস্তায় আলপনা দিল কলকাতা পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। পাটুলি থানা এবং ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলে বাঘা যতীন মোড়, পাটুলি মোড়ে ওই আলপনা দেওয়া হয়। আবার বেলেঘাটা সিআইটি মোড়েও একই ভাবে রাস্তায় করোনাভাইরাসকে নিয়ে আলপনা দেওয়া হয়েছে স্থানীয় একটি সংস্থার তরফে। রেল পুলিশ সূত্রে খবর, বারুইপুর স্টেশনেও আলপনা এঁকেছেন রেল পুলিশের কর্মীরা।