COVID 19

covid 19: রাজ্যে করোনা টিকা বণ্টন আধিকারিকের মৃত্যু করোনায়, এপ্রিলে আক্রান্ত হন তিনি

২৮ এপ্রিল করোনায় আক্রান্ত হন গৌতম। প্রথমে হোম আইসোলেশনে থাকলেও ৭মে তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১২:১০
Share:

ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়ে আরও এক স্বাস্থ্যকর্তার মৃত্যু। নাম গৌতম চৌধুরী। গাঙ্গুলীবাগানের বাসিন্দা গৌতমের বয়স হয়েছিল ৫০। স্বাস্থ্যের পরিবহণ বিভাগে কর্মরত গৌতম রাজ্যে ভ্যাকসিন বণ্টনের নোডাল অফিসার ছিলেন। ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত হন গৌতম। প্রথমে হোম আইসোলেশনে থাকলেও ৭মে তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান স্বাস্থ্য পরিবহণ বিভাগের ডিপুটি ডিরেক্টর সুশান্ত পাল। তিনি আরও জানান, গৌতমের স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনা টিকা দেওয়ার শুরু থেকেই গৌতম ভিন্‌ রাজ্য থেকে আসা টিকার হিসাব থেকে জেলায় বণ্টন— সব কিছুই সামলেছেন। কলকাতা বিমানবন্দরে আসা করোনা টিকার হিসাব বুঝে নিরাপদে সেগুলি বাগবাজার টিকা সংরক্ষণ কেন্দ্রে পৌঁছনোর দায়িত্বও ছিল তাঁর। আক্রান্ত হওয়ার আগে তিনি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement