Nirmal Maji

Nirmal Majhi: নার্সিংহোম বলে মেডিক্যাল কলেজের লেডি ডাফরিন হাসপাতালে প্রসব! বিতর্কে নির্মল মাজি

অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজের স্নাতকোত্তর স্তরের এক পড়ুয়া চিকিৎসকের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ০৬:৪৯
Share:

ফাইল চিত্র।

প্রসূতির অবস্থা জটিল। তাই সরকারি হাসপাতালে প্রসব সম্ভব নয়। সেই কারণে নার্সিংহোমে সিজ়ারের আশ্বাস দিয়ে তাঁর থেকে ১২ হাজার টাকা নেওয়া হয়েছিল বলে দাবি ওই প্রসূতির স্বামীর। কিন্তু বুধবার প্রসবের পরে দেখা যায়, নার্সিংহোম বলে যেটি বলা হয়েছিল, সেটি আসলে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেক্স লেডি ডাফরিন হাসপাতাল। এর পরেই মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন প্রসূতির স্বামী। তাঁর অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজের স্নাতকোত্তর স্তরের এক পড়ুয়া চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় নাম জড়িয়েছে মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, বিধায়ক চিকিৎসক নির্মল মাজিরও।

Advertisement

কলকাতা মেডিক্যালেরই চুক্তিভিত্তিক কর্মী রাজু মহেশের দাবি, স্ত্রী পুতুল হাজরার বিষয়ে তিনি পরিচিত চিকিৎসক রাজেশ বিশ্বাসের পরামর্শ নিতেন। রাজু বলেন, ‘‘রাজেশ বলেছিলেন, জটিল সমস্যার কারণে নার্সিংহোমে সিজ়ার করাতে হবে। নির্মল মাজিকে বলে তিনি টাকা কমিয়ে দিচ্ছেন।’’ ওই যুবকের দাবি, বুধবার জোর করে সিজ়ার করেন রাজেশ। রাজুর অভিযোগ, ‘‘পরে বুঝি, ওটা সরকারি হাসপাতাল। তখন টাকা নিয়ে প্রশ্ন তুলতে ওই চিকিৎসকের সঙ্গে বচসা হয়।’’ যদিও রাজেশের বক্তব্য, ‘‘ওই রোগীর স্বামীকে চাপ দিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নির্মলবাবুর নাম জড়ানো হচ্ছে।’’ আর নির্মল বলেন, ‘‘তদন্ত চলছে। তাতেই সত্যিটা বেরিয়ে আসবে।’’

অন্য দিকে, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধির প্রতিবাদ, নিয়োগ-সহ মোট চার দফা দাবিতে আজ, শুক্রবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে ফার্মাসিস্টদের সাতটি সংগঠন। অভিযোগ, সেই কর্মসূচিকে অবৈধ দাবি করে তাতে ফার্মাসিস্টদের যোগ না দিতে বিজ্ঞপ্তি জারি করেছেন ফার্মাসি কাউন্সিলের সভাপতি নির্মল মাজি। যৌথ মঞ্চের তরফে আহ্বায়ক প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সভাপতি এমন বিজ্ঞপ্তি দিতে পারেন না। ভয় পেয়েই এই বিজ্ঞপ্তি।’’ ফার্মাসিস্টদের অভিযান প্রসঙ্গে নির্মল বলেন, ‘‘প্রতিদিন জেলা থেকে ফার্মাসিস্টরা রেজিস্ট্রেশন নবীকরণ করাতে আসেন। সেই কর্মসংস্কৃতি যাতে ব্যাহত না হয়, তা-ই বিজ্ঞপ্তি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement