এ পথেই যাতায়াত। — নিজস্ব চিত্র
দীর্ঘদিন রাস্তা ভাঙা। প্রশাসনকে এই নিয়ে বহুবার জানিয়েও লাভ হয়নি। উপরন্তু ওই রাস্তার অন্য একটি অংশে পিচ এবং কংক্রিট করা হলেও বঞ্চিত থেকেছে প্রায় দু’ কিলোমিটার অংশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত জয়রামপুরের রাস্তাটি নিয়ে এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, এলাকায় ভোটের প্রচারে গিয়ে সমস্যায় জেরবার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন প্রার্থীরাও।
নিবারণ দত্ত রোডের যেখানে এসে আমতলা রোড মিশেছে সেটি স্থানীয় ভাবে জয়রামপুর মোড় নামে পরিচিত। সেখান থেকে এই রাস্তার শুরু। রাস্তাটি চলে গিয়েছে বিবিরহাট হয়ে। এই রাস্তাতেই রয়েছে প্রাচীন জয়রামপুর শিবমন্দিরটি। এই মন্দিরের জন্য প্রতি দিন এই পথে পুণ্যার্থীদের যাতায়াত লেগেই থাকে। তবুও বেহাল রাস্তাতে দু’বছর আগে তাপ্পি দেওয়া ছাড়া আর কোনও কাজই হয়নি।
এমনকী রাস্তায় কোনও আলো না থাকায় রাতে পথচারীদের নিরাপত্তাও বিঘ্নিত হয়। এমনই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
নিবারণ দত্ত রোডের জংশন থেকে জয়রামপুর মন্দির পর্যন্ত দু’কিলোমিটার ভাঙা রাস্তা। বিষ্ণুপুর দুই নম্বর ব্লক সূত্রে খবর, চোদ্দ বছর আগে জেলাপরিষদ ইটের এই রাস্তাটিকে পিচ করে। যদিও রাস্তায় পিচের প্রায় কোনও অস্তিত্বই নেই। জেলাপরিষদ সূত্রে খবর, ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে সাংসদ তহবিলের টাকায় শুধু প্যাচওয়ার্ক হয়েছিল।
জেলাপরিষদ সূত্রের খবর, মন্দিরের পশ্চিমে কাশীবাটী থেকে সিন্ধুময়ী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সম্প্রতি পিচ করা হয়েছে। এর পর থেকে বাঁশতলা পর্যন্ত রাস্তা ঢালাইয়ে কাজ হয়েছে কয়েক বছর আগেই। রাস্তার বাকি অংশের কাজ না হওয়া প্রসঙ্গে বিষ্ণুপুর দুই নম্বর ব্লকের সভাপতি মোহন নস্করের যুক্তি, অর্থের অভাব থাকায় কাজ হয়নি। দক্ষিণ ২৪ পরগনা জেলাপরিষদ সূত্রে খবর, নির্বাচনের পরে রাস্তার কাজ হওয়ার কথা।