প্রতীকী ছবি।
পরিকাঠামো থাকা সত্ত্বেও রক্তের নমুনা পরীক্ষার জন্য বেসরকারি প্যাথলজি সেন্টারে পাঠানোর অভিযোগ উঠল আর জি কর হাসপাতালের বিরুদ্ধে। পিপল্স ফর বেটার ট্রিটমেন্ট (পিবিটি) নামে একটি সংগঠন হাসপাতালের সুপার এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছে রবিবার ওই বিষয়ে অভিযোগ দায়ের করেছে।
সংগঠনের তরফে চিকিৎসক কুণাল সাহা এ দিন জানান, খড়দহের বাসিন্দা চন্দ্র দাস স্থানীয় একটি নার্সিংহোমে গল ব্লাডার স্টোনের অস্ত্রোপচার করিয়েছিলেন। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ২০১৫ সালের ২২ জুলাই আর জি কর
হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে একটি নির্দিষ্ট প্যাথলজি সেন্টারের নাম করে নির্দেশ দেন, সেখান থেকে নমুনা পরীক্ষা করাতে হবে। চন্দ্রবাবুর পরিজনেরা সেই পরীক্ষা করিয়ে আনেন। সপ্তাহখানেক চিকিৎসা চলার পরে মারা যান ওই ব্যক্তি।
এর পরেই চন্দ্রবাবুর পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে পিবিটি-র কাছে হাজির হয়। কুণালবাবু বলেন, ‘‘হাসপাতালের ওয়েবসাইটে দেওয়া আছে, এটি ভারতের প্রথম ১১টি সরকারি হাসপাতালের মধ্যে রয়েছে। কিন্তু রক্তের একটা সাধারণ পরীক্ষার জন্য যেতে বলা হচ্ছে বেসরকারি প্যাথলজি সেন্টারে। এটা চিকিৎসকদের অনৈতিক কাজ। নিশ্চয়ই এর মধ্যে তাঁদের ব্যক্তিগত স্বার্থ জড়িত।’’
আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।