লেক টাউন থানার অন্তর্গত পাতিপুকুরে ব্রিগেডের সভার জন্য দেওয়াল লিখনে সক্রিয় হওয়ায় সিপিএম-কর্মীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলকর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ভাঙচুর হল দলীয় কার্যালেয়ও।
পুলিশ সূত্রের খবর, পাতিপুকুরের বিধানপল্লিতে সিপিএমের দলীয় কার্যালয়ের কাছেই সিপিএমের কর্মী শ্রীবাস সরকারের বাড়ি। শনিবার ভোরে কার্যালয় ভাঙচুরের পরে শ্রীবাসের বাড়িতে কয়েক জন তৃণমূল সমর্থক চড়াও হন বলে অভিযোগ। এ দিন শ্রীবাস জানান, আগামী ৩ ফেব্রুয়ারি ব্রিগেডের সভার প্রচারে দলীয় কার্যালয়ের বাইরের দেওয়াল চুনকাম করেছিলেন তিনি। সে জন্য প্রথমে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এর পরে যে ঘরে তিনি শুয়েছিলেন, তার দরজা ভাঙচুর করা হয়। শ্রীবাসের কথায়, ‘‘আমার তিন মেয়ে। রাতের ঘটনার পর থেকে নিরাপত্তার অভাব বোধ করছি। সিপিএম করার জন্য আক্রমণের মুখে পড়তে হল।’’
স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, পরিকল্পনা করে তৃণমূল কর্মী-সমর্থকেরা সিপিএম-কর্মীর বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছেন। এই প্রশ্নে কার্যালয়ের পাশে অবস্থিত ক্লাবের সদস্যদের একাংশেরও ভূমিকা খতিয়ে দেখা উচিত। ওই ক্লাবের তরফে সুনীল পাল, কৃষ্ণ সিংহেরা জানান, তাঁরা কেউ ঘটনার সঙ্গে যুক্ত নন। কী ভাবে এমন ঘটল, তা তাঁরাও জানার চেষ্টা করছেন!
আরও পড়়ুন: গড়িয়ায় বধূর মৃত্যুতে স্বামীর পুলিশি হেফাজত
স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণপদ দত্ত কার্যালয় ভাঙচুর, সিপিএম-কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘‘এ রকম কোনও ঘটনাই ঘটেনি! উন্নয়ন দেখে ভয় পেয়ে সিপিএম এ সব ভিত্তিহীন অভিযোগ করছে।’’
সকালে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারীরা।