বিক্ষোভের জেরে ভোগান্তি মেট্রো-যাত্রীদের। —নিজস্ব চিত্র।
মোদী বিরোধী বিক্ষোভ-মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল কলকাতা। গন্তব্যে পৌঁছতে চরম দুর্ভোগের মুখে পড়েছেন শহরবাসী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পৌঁছনোর পরই বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়ে যায়। হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে পথে নেমে পড়েন শ’য়ে শ’য়ে মানুষ। মোদী রাজভবনে পৌঁছতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল ধর্মতলামুখী হয়ে যায়। দুপুর তিনটে থেকে রাত পর্যন্ত ধর্মতলা চত্বর বিক্ষোভকারীরা অবরোধ করে রেখেছেন। চলছে সমাবেশ। এই বিক্ষোভ-অবরোধের আঁচ যত বাড়ছে, পাল্লা দিয়ে দুর্ভোগ বাড়ছে নিত্যযাত্রীদের।
হাওড়া-শিয়ালদহ এবং কলকাতার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পাতালপথে শুধু কালো মাথার ভিড়। থিক থিক করছে মানুষ। রাস্তায় বাস বা ট্যাক্সি না থাকার ফলে মেট্রোতেও তীব্র চাপ পড়েছে।
আরও পড়ুন: ‘দিদি মোদীকে কী ভাবে অ্যালাও করলেন’, ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর কাছে বিক্ষোভকারীরা
আরও পড়ুন: মমতার ‘না’ সত্ত্বেও এনপিআরের কাজ শুরু করে শাস্তির মুখে পুরকর্তারা
একমাত্র ভরসা অ্যাপ-ক্যাব। কিন্তু এই দুর্ভোগের মধ্যে তার ভাড়াও আকাশছোঁয়া হয়েছে। ঝোপ বুঝে কোপ মারছেন ট্যাক্সিচালকেরাও। তাঁরা ইচ্ছেমতো ভাড়া চাইছেন। অফিসপাড়ায় যাঁরা কাজে এসেছিলেন তাঁদের পায়ে হেটে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে যেতে হয়। এ দিন নদীপথে মিলেনিয়াম পার্ক থেকে বেলুড়ে যাওয়ার বিকল্প পথ হিসেবে নির্ধারিত থাকায় সেখানেও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন শহরবাসী।