Calcutta News

ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, দুর্ভোগে যাত্রীরা

মঙ্গলবার সকালে ময়দান মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১১:১৬
Share:

প্রতীকী ছবি।

ফের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। মঙ্গলবার সকাল পৌনে ১১টা নাগাদ ময়দান মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে।

Advertisement

ঘটনার জেরে দমদম ও কবি সুভাষের মধ্যে থমকে যায় মেট্রো চলাচল। অফিসের ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন বহু নিত্যযাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রোকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকমের ব্যবস্থা শুরু করেন তাঁরা। মেট্রো সূত্রে খবর, এ দিন সকালের ওই ঘটনার পর সাময়িক ভাবে পরিষেবা ব্যাহত হলেও তার কিছু ক্ষণের মধ্যে তা স্বাভাবিক হয়।

Advertisement

আরও পড়ুন: ‘তা হলে পেঁয়াজ না খেয়ে আপেল খেলেই তো হয়!’

আরও পড়ুন: মাঝেরহাট নিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

গত মাসেও মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক প্রৌঢ়। গীতাঞ্জলি স্টেশনে ওই ঘটনা ঘটে। বার বার একই ঘটনার পুনরাবৃত্তিতে যাত্রী সুরক্ষায় মেট্রো কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement