ব্যাহত: থমকে গিয়েছে গাড়ির সারি। বুধবার দুপুরে, ধর্মতলায়। নিজস্ব চিত্র
সপ্তাহের তৃতীয় কাজের দিনেই শাসক দলের ছাত্র সংগঠনের সমাবেশের জেরে যানজটে থমকে গেল শহরের বড় একটি অংশ। আর তার জেরেই বুধবার বেলা থেকে দফায় দফায় ব্যাহত হল কাজের জন্য রাস্তায় নামা যানবাহনের গতি।
লালবাজারের দাবি, সমাবেশের জন্য আসা ছাত্রদের মিছিল এবং গাড়ির জন্য যান চলাচলের গতি কিছুটা
বাধা পেয়েছিল। তবে সমাবেশ শেষ হতেই বিকেলের মধ্যেই গাড়ির গতি স্বাভাবিক হয়েছে বলে পুলিশের একাংশ জানিয়েছে।
এ দিন মেয়ো রোডে ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রধান বক্তা। সকাল সাড়ে ৯টার পর থেকেই মেয়ো রোডে ছোট ছোট মিছিল পৌঁছতে শুরু করে। ফলে ওই রাস্তা এবং ডাফরিন রোডের একপাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। ভিড় বাড়তেই সাড়ে ১১টার পরে অবশ্য মেয়ো রোড বন্ধ করে দিয়ে পুলিশ পার্ক স্ট্রিট উড়ালপুল দিয়ে সব গাড়িকে ধর্মতলায় পাঠাতে থাকে। ফলে ওই সময়ে লম্বা গাড়ির সারি দাঁড়িয়ে থাকতে দেখা যায় জওহরলাল নেহরু রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও পার্ক স্ট্রিটে। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে মিছিল ধর্মতলায় যাওয়ার ফলে হাওড়া সেতু, ব্রেবোর্ন রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড ও মহাত্মা গাঁধী রোডে এ দিন বারবার বাধা প্রাপ্ত হয়েছে যানবাহনের গতি।
লালবাজারের একটি অংশের দাবি, ডাফরিন রোড, খিদিরপুর রোড এবং রেড রোডে সমাবেশের গাড়ি পার্কিং করার ফলে ওই সব রাস্তা ছাড়া গাড়ির গতি বাধা পেয়েছে উট্রাম রোড, হসপিটাল রোড-সহ ধর্মতলা সংলগ্ন বিভিন্ন রাস্তায়।