জলাভূমি নিয়ে কনভেনশন

ভিআইপি রোডের ধারের জলাভূমিকে পুরনো অবস্থায় ফেরাতে বলেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পূর্বাঞ্চলীয় বেঞ্চ। দু’টি জনস্বার্থ মামলায় আদালতের ওই রায়। প্রতিবাদে রবিবার এক নাগরিক কনভেনশনে স্থানীয় বাসিন্দা অধ্যাপক হিরণ্ময় সাহা বলেন, ‘‘সৌন্দর্যায়ন হয়েছে আবর্জনাময় নয়ানজুলি ভরাট করে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০৩:০৭
Share:

ভিআইপি রোডের ধারের জলাভূমিকে পুরনো অবস্থায় ফেরাতে বলেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পূর্বাঞ্চলীয় বেঞ্চ। দু’টি জনস্বার্থ মামলায় আদালতের ওই রায়। প্রতিবাদে রবিবার এক নাগরিক কনভেনশনে স্থানীয় বাসিন্দা অধ্যাপক হিরণ্ময় সাহা বলেন, ‘‘সৌন্দর্যায়ন হয়েছে আবর্জনাময় নয়ানজুলি ভরাট করে।’’ আর এক বাসিন্দা, মিজোরামের প্রাক্তন মুখ্যসচিব পৃথ্বীপতি চক্রবর্তী বলেন, ‘‘আদালতকে পুরো তথ্য দেওয়া হয়নি। আমরাই দেব। আশা করি, সিদ্ধান্ত পুনর্বিবেচিত হবে।’’ এ দিন নাগরিকেরা ১৫ সদস্যের কমিটি গড়েন। কনভেনশনে উপস্থিত স্থানীয় বিধায়ক সুজিত বসুর কথায়, ‘‘কেএমডিএ-র করা নর্দমা কেন্দ্রীয় প্রকল্প। সৌন্দর্যায়ন করছে পূর্ত দফতর। সরকার অবৈধ কাজ করে না।’’

Advertisement

দু’টির মধ্যে একটি মামলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের। তার তরফে সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘আমরাও নাগরিকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু অনুমতি মেলেনি। জলাশয়গুলি নোংরা করা হয়েছিল। জলাভূমি ফেরাতে চেয়ে সরকারকেই সাহায্য করতে চাইছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement