(বাঁ দিকে) শুক্রবারের দুর্ঘটনায় মৃত ছ’বছরের অঙ্কিত সাউ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি (ডান দিকে)। —নিজস্ব চিত্র।
কাঁকুরগাছিতে বেঙ্গল কেমিক্যালের কাছে ফুটপাথে গাড়ি উঠে জখম দুই শিশুর মধ্যে এক জনের মৃত্যু হল হাসপাতালে। শনিবার সকালে ওই শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এলাকায় খবর পৌঁছতেই স্থানীয়েরা বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তার উপর কিছু ক্ষণ তাঁরা বিক্ষোভ দেখান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শুক্রবার বিকেলে কাঁকুরগাছিতে বেঙ্গল কেমিক্যালের কাছে মানিকতলা মেন রোড দিয়ে যাচ্ছিল একটি চার চাকার নীল গাড়ি। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে এবং ফুটপাথে উঠে যায়। সেই সময় ফুটপাথে খেলা করছিল কয়েক জন শিশু। এই ঘটনায় দুই শিশু-সহ মোট তিন জন জখম হন। শিশু দু’টির অবস্থা ছিল আশঙ্কাজনক। তাদের মধ্যে অঙ্কিত সাউ নামের ছ’বছরের শিশুর মৃত্যু হয়েছে শনিবার সকালে। এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রিয়া ঘোষ। তার বয়সও ছ’বছর।
পুলিশ সূত্রে খবর, গাড়িটি চালাচ্ছিলেন অভিষেক সুলতানিয়া নামের এক ব্যক্তি। তাঁকে শুক্রবারই ধরেছিল পুলিশ। তাঁর বাবার নামে গাড়িটি কেনা হয়েছিল। অভিষেক দাবি করেছিলেন, গাড়ি চালাতে চালাতে তাঁর চোখ বুজে এসেছিল।
দুর্ঘটনার ভয়াবহতা ব্যাখ্যা করতে গিয়ে এলাকার এক দোকানের মালিকের ছেলে তথা প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘প্রচণ্ড গতিতে ছুটে এসে গাড়িটি রেলিংয়ে ধাক্কা দেয়। সেই সময় ফুটপাথে খেলছিল দু’টি শিশু। এক জন গাড়ির নীচে চলে যায়। অন্য একটি শিশু ছিটকে পড়ে পাশের মাঠে। আরও এক জন আহত হয়েছেন।’’
শুক্রবার দুর্ঘটনার পর দীর্ঘ ক্ষণ এলাকায় অবরোধ চলে। বিক্ষুব্ধ জনতা ওই গাড়িটি ভাঙতে উদ্যত হয়েছিল। চালককে গ্রেফতারির দাবিও জানানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের ডিসি (পূর্ব শহরতলি) গৌরব লাল। এলাকায় অনেক পুলিশও মোতায়েন করা হয়েছিল। পরে বিক্ষোভ উঠে যায়। কিন্তু শনিবার শিশুর মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে আবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয়েরা আবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।