ছবি: সংগৃহীত।
সরকারি কৌঁসুলি এবং আইনজীবীদের তরজায় উত্তপ্ত হয়েছিল শিয়ালদহ আদালত। এরই মধ্যে এ বার বদলি হলেন শিয়ালদহ আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি।লালবাজারের তরফে সোমবার রাতে এক নির্দেশিকা জারি করে শিয়ালদহ আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তীকে ব্যাঙ্কশাল আদালতে (দক্ষিণ) পাঠানো হয়েছে। ওই আদালতের সরকারি কৌঁসুলি স্নেহাংশু ঘোষ শিয়ালদহ আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি হয়েছেন। পুলিশ এই বদলিকে রুটিন হিসেবে দাবি করছে। তবে অনেকেই বলছেন, আদালতের পরিবেশ শান্ত করতে এই পদক্ষেপ।
অরূপবাবু সম্প্রতি শিয়ালদহ আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে হুমকির অভিযোগ করেন। পরে তিনি ওই আইনজীবীর বিরুদ্ধে এন্টালি থানায় হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও দায়ের করেন। এর পরেই শিয়ালদহ আদালতের বার অ্যাসোসিয়েশন সোমবার আদালত চত্বরে অরূপবাবুর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এবং দেওয়ালে পোস্টার সাঁটিয়ে তাঁকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে চিহ্নিত করে।
আইনজীবীদের অনেকের দাবি, অরূপবাবু ভিত্তিহীন অভিযোগ করেছেন। এই বদলির খবরে আইনজীবীদের অনেকে বিষয়টি তাঁদের ‘জয়’ হিসেবে দেখছেন। যদিও অরূপবাবুর দাবি, “আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। ওঁরা কি ওই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারবেন?”