Swami Atmasthananda

শতবর্ষে স্মরণ স্বামী আত্মস্থানন্দকে

সেখানে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ ও সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫৫
Share:

স্বামী আত্মস্থানন্দ।

রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত হচ্ছে এক স্মরণানুষ্ঠান। আয়োজক ‘স্বামী আত্মস্থানন্দ জন্মশতবার্ষিকী কমিটি’র তরফে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জানানো হয়, আগামী ১০ মে, রবিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে ওই অনুষ্ঠান।

Advertisement

সেখানে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ ও সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। এ ছাড়াও দিল্লি ও কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান কমিটির সহ-সভাপতি জয়ন্ত রায়। আমন্ত্রিতদের তালিকায় স্বামী আত্মস্থানন্দের স্নেহধন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন কি না, সে বিষয়টি অবশ্য খোলসা করেননি জয়ন্তবাবু। তাঁর কথায়, ‘‘ওঁদের আমন্ত্রণ জানানোর বিষয়টি ভাবনাচিন্তার মধ্যে রয়েছে। চূড়ান্ত হলে জানানো হবে।’’

অনুষ্ঠানে প্রকাশিত দু’টি স্মারক গ্রন্থের একটিতে বাংলা, হিন্দি, গুজরাতি ও ইংরেজিতে স্বামী আত্মস্থানন্দের লেখা, বক্তৃতা, সাক্ষাৎকার ও চিঠি থাকছে। অন্যটিতে থাকবে প্রেসিডেন্ট মহারাজ সম্পর্কে সন্ন্যাসী, সন্ন্যাসিনী ও বিশিষ্ট ব্যক্তিদের লেখা। লিখছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তও। ১০ মে-র ওই অনুষ্ঠানে গুজরাতের

Advertisement

ধনেটি গ্রামের পড়ুয়ারা গরবা নৃত্য পরিবেশন করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement