ধৃত আয়কর অফিসার

ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে ধরা পড়লেন এক আইটিও-সহ আয়কর দফতরের চার অফিসার। মঙ্গলবার সন্ধ্যায়, মিডলডটন রো-র অফিস থেকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত নিতাই নন্দী আইটিও অফিসার ও বিপ্লব চন্দ অফিস সুপারিন্টেডেন্ট পদে কর্মরত।

Advertisement
শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০০:০১
Share:

ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে ধরা পড়লেন এক আইটিও-সহ আয়কর দফতরের চার অফিসার। মঙ্গলবার সন্ধ্যায়, মিডলডটন রো-র অফিস থেকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত নিতাই নন্দী আইটিও অফিসার ও বিপ্লব চন্দ অফিস সুপারিন্টেডেন্ট পদে কর্মরত। বাকি দুই ধৃত ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এক ব্যক্তির টিডিএস-এর পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য নিতাই ৫০ হাজার ও বিপ্লব ১০ হাজার টাকা চেয়েছিলেন। সেই মতো গোয়েন্দারা ফাঁদ পাতেন। ঘুষ নেওয়ার সময় সেই ফাঁদেই ধরা দেন ওই চার জন। বুধবার ধৃতদের আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের জেল হেফাজতে পাঠিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement