হকার বিধি নিয়ে মামলা

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এ দিন এ কথা জানিয়ে বলেন, রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে ওই বিধি পাস করানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ০১:৫৫
Share:

রাজ্যের হকারদের জন্য বিধি তৈরির বিষয়টি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে বলে হাইকোর্টে জানাল রাজ্য সরকার। হকার আইন তৈরি হলেও সমস্যার সমাধান না হওয়ায় ফের জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। শুক্রবার প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল।

Advertisement

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এ দিন এ কথা জানিয়ে বলেন, রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে ওই বিধি পাস করানো হবে। জনস্বার্থ মামলার আবেদনকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত জানান, কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ বড় শহরে হকারদের জন্য পথচারীদের অসুবিধা হচ্ছে। ওই আইনজীবী জানান, ২০১৪ সালে রাজ্য হকার আইন তৈরির পরেও সমস্যা না মেটায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। গত অগস্টে সেই মামলায় তৎকালীন প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয়, হকারদের জন্য বিধি তৈরি করতে। এ-ও জানায়, ওই নির্দেশের পরেও রাজ্য উদ্যোগী না হলে আদালত রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার পরেও রাজ্য হকার বিধি তৈরি না করায় ফের মামলা হয়। এ দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিধানসভার পরবর্তী অধিবেশন শেষে এই মামলার পরবর্তী শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement