পুলিশের এক্তিয়ার নিয়ে প্রশ্ন হাইকোর্টের

উৎসবের মরসুমের পরেও পুলিশ অফিস না খোলায় হাইকোর্টের দ্বারস্থ হন স্বপনেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ০৪:০৮
Share:

কলকাতা হাইকোর্ট।

সম্পত্তি সরকারের হলেও সেখানে যখন তখন তালা দেওয়ার এক্তিয়ার পুলিশের রয়েছে কি না, সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ, নবান্ন বা হাইকোর্ট সরকারের সম্পত্তি। পুলিশ কি নবান্ন বা হাইকোর্ট তালা মেরে বন্ধ রাখতে পারে?

Advertisement

নিউ টাউনের থাকদাঁড়ি নেয়েপাড়া কৃষ্ণপুরে ইমারতি দ্রব্যের ব্যবসা করেন স্বপন সর্দার, সমীর সর্দারেরা। তাঁদের আইনজীবী অনীশকুমার মুখোপাধ্যায় জানান, গত ৩ অক্টোবর আচমকাই নিউ টাউন থানার পুলিশ স্বপনদের অফিসে তালা লাগিয়ে দেয়। অভিযোগ, উৎসবের মরসুমে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় পুলিশ অফিস ঘরে তালা দেয়।

উৎসবের মরসুমের পরেও পুলিশ অফিস না খোলায় হাইকোর্টের দ্বারস্থ হন স্বপনেরা। এ দিন শুনানিতে সরকারি কৌঁসুলি পান্তু দেবরায় জানান, অফিসটি সরকারি জায়গায়। তা শুনেই ওই প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি শুক্রবার বেলা ২টোর মধ্যে তালা খোলার নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, নির্দেশের প্রতিলিপি এলে পরবর্তী পদক্ষেপ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement