—প্রতীকী ছবি।
২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা তরুণীকে গর্ভপাতের অনুমতি দিতে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশ, ৪৮ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। মেডিক্যাল বোর্ডকে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দিতে হবে। তার পরেই আদালত গর্ভপাত নিয়ে পরবর্তী নির্দেশ দেবে।
আইন অনুযায়ী, সাধারণত গর্ভধারণের ২০-২৪ সপ্তাহের মধ্যে কোনও মহিলা, তরুণী বা নাবালিকার শারীরিক অবস্থা বিবেচনা করে গর্ভপাতের অনুমতি দেয় আদালত। এ ক্ষেত্রে মহিলা ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা। তাঁর বয়স ২৭ বছর। ওই মহিলার আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট কলকাতার বাঙুর হাসপাতালকে নির্দেশ দিয়েছে, তারা কমপক্ষে দুই সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করবে। সেই দলই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করবে বিচার করবে, গর্ভপাত করানো ঠিক হবে কি না। সেই মর্মে আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে। ওই মহিলার গর্ভপাত করাতে গেলে কোনও অসুবিধা রয়েছে কি না রিপোর্টে তা উল্লেখ করতে হবে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন মেডিক্যাল রিপোর্ট দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই তরুণী। স্থানীয় থানায় তিনি অভিযোগও দায়ের করেছেন। তরুণীর অভিযোগ, ২০১৮ সালে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পর্যায়ক্রমে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে। তার পর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিক বার সহবাস করেছেন ওই যুবক। তরুণীর অভিযোগ, এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর ওই যুবক তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়ে তরুণীর বক্তব্য, তিনি গর্ভপাত করাতে চান। এ ছাড়াও ওই তরুণী আদালতে জানিয়েছেন, তাঁর আর্থিক অবস্থা তেমন ভাল নয়। সংসার টানতে গিয়ে হিমশিম খেতে তাঁকে। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে সন্তানের জন্ম দিয়ে তাকে বড় করে তোলা সম্ভব নয়। তরুণীর ওই আবেদনে সাড়া দিয়েছে হাই কোর্ট।