Crime

Amherst Street Firing: শহরে গুলি, আমহার্স্ট স্ট্রিটে ব্যবসায়ীকে খুনের চেষ্টা, জখম হয়ে ভর্তি হাসপাতালে

প্রাথমিক তদন্তে জানা গেছে যে, বিকেল সাড়ে ৪টে নাগাদ দীপকের এক দূর সম্পর্কের আত্মীয় রাকেশ দাস অন্য এক ব্যক্তিকে নিয়ে তাঁর দোকানে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৮:২১
Share:
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে গুলি চালিয়ে খুনের চেষ্টা করা হল এক ব্যবসায়ীকে। গুলির আঘাতে গুরুতর আহত ওই ব্যবসায়ীকে ইতিমধ্যেই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত ব্যবসায়ীর নাম দীপক দাস। তাঁর দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে দীপক কেসি সেন স্ট্রিটে নিজের মুদি দোকানের ভিতরে বসে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, বিকেল সাড়ে ৪টে নাগাদ দীপকের এক দূর সম্পর্কের আত্মীয় রাকেশ দাস অন্য এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁর দোকানে আসেন। তাঁদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এর পর দীপককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাকেশ ও তাঁর সহযোগীও ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement